বিশেষ ভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের “সহানুভূতি ” স্কলারশিপ (২০২৫-২০২৬)
কেবলমাত্র দৃষ্টি-প্রতিবন্ধী, শ্রবণ-প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা (৪০% বা তস্পৃর্ধ) নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
ক) যথোপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধকতা বিষয়ক শংসাপত্রের অনুলিপি আবেদন পত্রের সাথে সংযোজন করতে হবে।
খ) দরখাস্তকারীর পিতা-মাতা/অভিভাবকের যৌথ পারিবারিক বার্ষিক আয় অনধিক ২ লক্ষ টাকা হতে হবে। ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর এবং IFSC Code আবেদন পত্রে উল্লেখ করতে হবে।
গ) অব্যবহিত পূর্বের শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৪০ (চল্লিশ) শতাংশ নম্বর পেতে হবে।
ঘ) মিউজিক/ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে রাজ্য/কেন্দ্রীয় সরকার বা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানে ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসশিপও এর অন্তর্ভুক্ত।
ঙ) আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ ২৮/১১/২০২৫ এর মধ্যে যে কোন কাজের দিনে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে।
চ) রাজ্য/কেন্দ্রীয় সরকার প্রদত্ত অনুরূপ স্কলারশিপ এই অর্থবর্ষে পেয়ে থাকলে এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না।
ছ) এই বিষয়ে কিছু জ্ঞাতব্য থাকলে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করা যাবে।
2025-26 সেশনের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ -এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে।
এই নথিগুলি যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি সহ প্রযোজ্য আপনার প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প (বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ ধর্মাবলম্বী)
আবেদনের শর্তাবলি
পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় (পোস্ট ম্যাট্রিক) ২ লক্ষ টাকা।
ওয়েবসাইট : https://wbmdfcscholarship.in/
আবেদন করার সময়সীমা ২৫-০৬-২০১৫ থেকে ৩১-০৮-২০১৫
এই নথিগুলি যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি সহ আপনার প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
কন্যাশ্রী K2 (মেয়েদের ১৮ বছর বয়স হওয়ার পর এবং তারা অবিবাহিত থেকে উচ্চশিক্ষা বা বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করলে)
2025-26 সেশনের কন্যাশ্রী K2-এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে।
এই নথিগুলি যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি সহ আপনার প্রতিষ্ঠানে জমা দিতে হবে।