Apply for Supplementary Examination

Apply for marksheet and certificate

scholarship for students

"SAHANUBHUTI" scholarship for students with disabilities

বিশেষ ভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের “সহানুভূতি ” স্কলারশিপ (২০২৫-২০২৬)

কেবলমাত্র দৃষ্টি-প্রতিবন্ধী, শ্রবণ-প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা (৪০% বা তস্পৃর্ধ) নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
ক) যথোপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধকতা বিষয়ক শংসাপত্রের অনুলিপি আবেদন পত্রের সাথে সংযোজন করতে হবে।
খ) দরখাস্তকারীর পিতা-মাতা/অভিভাবকের যৌথ পারিবারিক বার্ষিক আয় অনধিক ২ লক্ষ টাকা হতে হবে। ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর এবং IFSC Code আবেদন পত্রে উল্লেখ করতে হবে।
গ) অব্যবহিত পূর্বের শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৪০ (চল্লিশ) শতাংশ নম্বর পেতে হবে।
ঘ) মিউজিক/ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে রাজ্য/কেন্দ্রীয় সরকার বা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানে ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসশিপও এর অন্তর্ভুক্ত।
ঙ) আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ ২৮/১১/২০২৫ এর মধ্যে যে কোন কাজের দিনে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে।
চ) রাজ্য/কেন্দ্রীয় সরকার প্রদত্ত অনুরূপ স্কলারশিপ এই অর্থবর্ষে পেয়ে থাকলে এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না।
ছ) এই বিষয়ে কিছু জ্ঞাতব্য থাকলে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করা যাবে।

OASIS scholarship for students with SC, ST & OBC

2025-26 সেশনের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ -এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে।

  1. আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার নিজের জাতি শংসাপত্রের নম্বরটি লিখতে হবে।
  2. অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নম্বর , লিঙ্গ এবং জন্ম তারিখ , আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে লিখুন। জাতি শংসাপত্রের নাম ও আধারের নাম একই হতে হবে।
  3. পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন, কোনো অমিলের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং কোনো ভুল তথ্য দিয়ে স্কলারশিপ পেলে টাকা পুনরুদ্ধার করা যেতে পারে এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
  4. সক্রিয় মোবাইল নম্বর যা আপনার নিজের বা যেটিতে আপনার অধিকারে আছে, সেই মোবাইল নম্বর দিয়ে আবেদন করুন। আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এটি সংরক্ষণ করতে হবে।
  5. একজন প্রার্থীর থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হয়, একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে।
  6. আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আধার সিড এবং ডিবিটি সক্রিয় হতে হবে।
  7. বৃত্তির অর্থ আপনার নিজের আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
  8. বাংলার শিক্ষা পোর্টালের নামের সাথে আধারের নাম মিলতে হবে। অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন।

প্রয়োজনীয় কাগজপত্র

  • আয়ের শংসাপত্র
  • জন্ম তারিখের প্রমাণ ( আধার থেকে অনলাইন যাচাই করা হবে )
  • জাতিগত শংসাপত্রের অনুলিপি ( অস্কার পোর্টাল থেকে অনলাইন যাচাই করা হবে )
  • শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিটের অনুলিপি এবং নতুন প্রতিষ্ঠানে ভর্তির স্লিপ এর অনুলিপি
  • ব্যাংক একাউন্ট এর অনুলিপি

এই নথিগুলি যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি সহ প্রযোজ্য আপনার প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপ (২০২৫-২৬)

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প (বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ ধর্মাবলম্বী)

আবেদনের শর্তাবলি

  • আবেদনকারী ছাত্র-ছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে।
  • পূর্বাতন পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
  • ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
  •  

 পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় (পোস্ট ম্যাট্রিক) ২ লক্ষ টাকা।

ওয়েবসাইট : https://wbmdfcscholarship.in/
আবেদন করার সময়সীমা ২৫-০৬-২০১৫ থেকে ৩১-০৮-২০১৫

প্রয়োজনীয় কাগজপত্র

  • আয়ের শংসাপত্র
  • জন্ম তারিখের প্রমাণ ( আধার থেকে অনলাইন যাচাই করা হবে )
  • জাতিগত শংসাপত্রের অনুলিপি ( অস্কার পোর্টাল থেকে অনলাইন যাচাই করা হবে )
  • শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিটের অনুলিপি এবং নতুন প্রতিষ্ঠানে ভর্তির স্লিপ এর অনুলিপি
  • ব্যাংক একাউন্ট এর অনুলিপি

এই নথিগুলি যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি সহ আপনার প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

কন্যাশ্রী প্রকল্প

কন্যাশ্রী K2 (মেয়েদের ১৮ বছর বয়স হওয়ার পর এবং তারা অবিবাহিত থেকে উচ্চশিক্ষা বা বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করলে)

2025-26 সেশনের কন্যাশ্রী K2-এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে।

  • যোগ্যতা
    K2 অনুদান পেতে হলে, আবেদনকারীকে অবশ্যই ১৮ বছর বয়সী অবিবাহিত হতে হবে এবং উচ্চশিক্ষা বা বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। 
     
  • আবেদন ও প্রক্রিয়া
    পূর্বাতন শিক্ষা প্রতিষ্ঠান থেকে K1 কে K2 তে স্থানান্তরিত করতে হবে এবং বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদন পত্রটি গ্রহণ করে তা সম্পূর্ণ ফিলআপ করে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে জমা করতে হবে।। 
     

প্রয়োজনীয় কাগজপত্র

  • জন্ম তারিখের প্রমাণ ( আধার )
  • সম্পূর্ণ ফিলাপ করা আবেদন পত্র
  • পাসপোর্ট সাইজ ফটো
  • ব্যাংক একাউন্ট এর অনুলিপি

এই নথিগুলি যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি সহ আপনার প্রতিষ্ঠানে জমা দিতে হবে।